29 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
spot_imgspot_img

সিলেটে বৃষ্টির আভাস, তৃতীয় দফায় বন্যার আশঙ্কা

দুই দফার বন্যার ভোগান্তি এখনো কাটিয়ে উঠতে পারেনি সিলেট অঞ্চলের বানভাসি মানুষ। এর মধ্যেই তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে সিলেটে দুদিন টানা বৃষ্টি হতে পারে।

তিনদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সিলেট নগরীতে। স্বাভাবিক হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।  

এদিকে, সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার কিছু দুর্গম গ্রাম এখনও পানিতে নিমজ্জিত। এসব এলাকার মানুষকে নৌকায় চলতে হচ্ছে। একই চিত্র, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নিম্নাঞ্চলেও।  

বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। যানবাহন নিয়ে আসা যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।

এমন পরিস্থিতির মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। তারা বলেছেন, ২৮ জুন থেকে আবারও সিলেট ও তার উজানে বৃষ্টি হতে পারে। এতে এ বছর তৃতীয় দফায় বন্যা হতে পারে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন