১৫/০১/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটে ৬ কোটি টাকার বিশাল চোরাচালান জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সিলেট পর্যটন প্যাকেজ

শুক্রবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।

বিজিবির তথ্যমতে, অভিযানে আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছে। এরই অংশ হিসেবে এ বিশাল চোরাচালান জব্দ করা হয়।”

আটককৃত মালামালগুলো পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: সিলেট ডায়াবেটিক হাসপাতালে প্রিমিয়ার ব্যাংকের দশ লাখ টাকা অনুদান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন