১৫/০১/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটের জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর মিললো শ্রমিক সাজল’র মৃতদেহ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্টের কাছ থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক সাজল মিয়ার (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তিনদিন পর রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় সাজল মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

গত বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় নদীতে প্রবল স্রোত ও হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। সাথে থাকা আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হলেও সাজল মিয়া নিখোঁজ হন।

গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জহর লাল দত্ত জানান, নিখোঁজ সাজল মিয়ার লাশ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: কক্সবাজারে অপহৃত সিলেটের ৬ শ্রমিক পাহাড় থেকে উদ্ধার

দেখুন: পথ শিশুদের স্বপ্ন পূরণ করলো সিলেট স্টাইকার্স |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন