১৫/০১/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটের জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেটের জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এর আগে ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বছর মেলায় মোট ১২টি স্টল স্হাপন করা হয়েছে। স্টল গুলো হচ্ছে কৃষি পন্য প্রদর্শনী, সার,বীজ,জৈব বালাইনাশক স্টল,উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান,মিশ্র ফল বাগান,ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ,কৃষি প্রযুক্তি গ্রাম স্টল,সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন স্টল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্হানীয় কৃষক,কৃষাণীদের হাতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস,শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাবউদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার,খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক কৃষানীবৃন্দ।

পড়ুন: সিলেটে ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

দেখুন: পথ শিশুদের স্বপ্ন পূরণ করলো সিলেট স্টাইকার্স | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন