সিলেট ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর কাছে প্রায় ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দার অভিযানে, আটক হয়েছেন ওই ব্যক্তি।
আটককৃত ব্যক্তির নাম হুসেন আহমেদ (২৫)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের বাসিন্দা।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে সিলেট কাস্টমস জানিয়েছে, দুবাই থেকে বিমানের একটি ফ্লাইটে, তল্লাশি চালানো হয়। তিনটি জুসার ও ব্লেন্ডারের ভেতরে ১০৫টি স্বর্ণের বার ও সিলিন্ডার আকৃতির চারটি স্বর্ণখণ্ড পাওয়া যায়। এগুলো আটক যাত্রীর লাগেজে ছিলো।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। তিনি বলেন, ‘শারজা থেকে আসা বিমানের বিজি-২৫২ ফ্লাইটে অভিযান চালিয়ে হুসেন আহমেদ নামে এক যাত্রীর সঙ্গে থাকা ১৫ কেজি ৯১০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে ১০৫ পিস স্বর্ণের বার এবং ৪টি গোল আকৃতির স্বর্ণের পিস রয়েছে।’