বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হতে না হতেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের তিন দল। সোমবার (১২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের দাপুটে জয়ের পর শেষ চারের সমীকরণ আরও পরিষ্কার হয়েছে। এখন ঢাকা পর্বের লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূলত লড়াই হবে একটি মাত্র পজিশনের জন্য।
বিপিএলের চলতি আসরে দাপট দেখিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও স্বাগতিক সিলেট টাইটান্স। বর্তমানে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পরবর্তী দুটি স্থানে আছে চট্টগ্রাম ও সিলেট; যেখানে চট্টগ্রাম ৭ ম্যাচে ৫ জয় এবং সিলেট ৯ ম্যাচে ৫ জয় পেয়েছে।
পয়েন্ট টেবিলের চারে থাকলেও সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্লে-অফ এখনো নিশ্চিত হয়নি। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। ৮ ম্যাচে ২ জয় পেলেও কাগজে-কলমে এখনো প্লে-অফের আশা টিকে আছে এই দুই দলের। তবে রংপুরের জন্য সমীকরণ কিছুটা সহজ হলেও পরবর্তী ম্যাচগুলোতে পা হড়কালেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে তাদের।
আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের শেষ ৬টি ম্যাচ। এই ম্যাচগুলোর মাধ্যমেই নির্ধারিত হবে প্লে-অফের চতুর্থ দলটি। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে প্লে-অফের রোমাঞ্চ এবং আগামী ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের আসরের।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

