১৫/০১/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিলেট বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী ইলিয়াসপত্নী লুনা

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সিলেট-২ আসনে লুনার নাম ঘোষিত হয়।সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ১৪ টিতে প্রার্থী ঘোষণঅ করেছে বিএনপি। এরমধ্যে তাহসীনা রুশদীর লুনা একমাত্র নারী প্রার্থী।সিলেট-২ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন- এই প্রশ্ন ঘুরছছিলো বেশ কিছুদিন ধরেই। এই বিতর্ককে সম্প্রতি উসকে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল জানান, হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন। এরপর হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন। তাদের এমন মন্তব্যের পর আলোচনা শুরু হয়- হুমায়ুনই কি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন?তবে সোমবার বিএনপির মহাসচিবই লুনার নাম ঘোষণা করেন।এ আসনে দীর্ঘদিন থেকেই মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

লুনা এই আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। সিলেট-২ আসনে ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষত তার রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিতি পেয়েছে। ইলিয়াসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কাছে টেনে নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের কারণে সাধারণ কর্মীদের আবেগও রয়েছে তার পক্ষে।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটের ৪টি আসনে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন