18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এদিকে, খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে আইনমন্ত্রীর দাবি, খালেদা জিয়া সঠিক চিকিৎসাই পাচ্ছেন।

গতকাল রাজধানীর এভারেকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।

তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজন করে দোয়া মাহফিলের। সেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপার্সনকে অসুস্থতার দিকে ঠেলে দেয়া হয়েছে।

এদিকে সচিবালয়ে রুহুল রিজভীর অভিযোগের প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী আনিসুল হক। জানান খালেদা জিয়া দেশেই সঠিক চিকিৎসা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত সুস্থ আছেন। বিএনপি নেতাদের আহবান জানান ব্যক্তিগত আক্রমন থেকে বিরত থাকার।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত নানা রোগে আক্রান্ত আছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন