১৪/০১/২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

চলতি মাসে বিভিন্ন অভিযানে ছয় কোটি ৩১ লক্ষ টাকার বেশি অবৈধ মালামাল উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী -বর্ডার গার্ড বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামসহ বিজিবি’র দক্ষিণ -পূর্ব রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সকালে পানছড়ির লোগাং জোানে প্রেস বিফ্রিংয়ে ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন,” চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহেরে দায়িত্বপূর্ণ ৫৪০ কিলিমিটার এলাকায় সীমান্ত পাহারা পাশাপাশি ৪শ৭৭ বোতল মদ, ৪শ২৯ পিস ইয়াবা, ৩শ৮৮; কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং ৫২০ পিস বাংলা মদ তৈরীর ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৫শ১ট গরু এবং ৩৬টি ছাগল জব্দ করা হয়।
জব্দকৃত পশু স্থানীয় শুল্ক কার্যালয়ের নিলামে সরকারী কোষাগারে জমা দেয়া হয়।

এছাড়া চলতি মাসে ১৯ লাখ ৩১ হাজার ২শ৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, ৩ হাজার ২শ প্যাকেট বিদেশী সিগারেট, ১১ লক্ষ ৫১ হাজর ২শ পিস সিগারেট এর ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ী, ১,৭ প্যাকেট আতশবাজী, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, বিভিন্ন প্রকার কসমেটিক্স সাম ৪,৫০০ ভারতীয় রুপি, ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করে বিজিবি।

ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরা চালান উদ্ধাররে অভিযান অব্যাহত রাখবে বলে জানায় বিজিবি।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন