১৪/০১/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যা হবে না: ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক তানজীর

সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যা হবে না— এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের লেফট্যান্ট কর্নেল তানজীর আহম্মদ। তিনি বলেন, সীমান্ত অতিক্রম রোধে চোরাকারবারিদের পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অধিনায়ক জানান, সীমান্ত হত্যা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, সীমান্তে শূন্যরেখা সংলগ্ন এলাকায় বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করেন। এটি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সীমান্তসংলগ্ন জমিতে তিন ফিটের বেশি উচ্চতার ফসল যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে সমস্যা না হয়।

এ বছর পরিচালিত বিভিন্ন অভিযানে ৫০ বিজিবি ৫৫৬ জন আসামি আটক করেছে এবং প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। পাশাপাশি মানবপাচার, জাল টাকা পাচার, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।

রংপুর রিজিয়নের অধীনে মোট ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি নতুন করে ছয়টি বিওপি (বর্ডার আউটপোস্ট) নির্মাণ করা হয়েছে। এসব বিওপিসহ পুরো সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, জালনোট ও মাদক পাচার, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক সভা করছে।

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন- নোয়াখালীতে জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটির ৩১ জনের পদত্যাগ

দেখুন- ই.স.রা.ই.ল ইস্যুতে নতুন কৌশল সৌদি যুবরাজের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন