১৪/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু

জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু হয়েছে। প্রায় ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর। 

এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, পুলিশের কর্মকর্তা কেএমএ মামুন খান চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ অন্যান্যরা।

২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা মাত্র।

এনএ/

আরও পড়ুন: কুষ্টিয়ার সুগারমিল বন্ধে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন কাটছে

দেখুন: বন্ধ সেতাবগঞ্জ চিনিকলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন