সুনামগঞ্জের ছাতকে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর মধ্যরাতে নৃশংস হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মৃত সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম অভিযোগ করে জানান, এলাকার প্রভাবশালী বিবাদীপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে একদল অস্ত্রধারী ব্যক্তি তার বাড়িতে অতর্কিতে প্রবেশ করে ঘর ঘেরাও করে ফেলে।
জাহানারা বেগম জানান, দরজা খুলতেই বিবাদীরা ধারালো অস্ত্র দুলিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় ১ নম্বর বিবাদীর নির্দেশে ৪ নম্বর বিবাদী বোতলজাত পেট্রোল ঘরের উত্তরাংশে ছিটিয়ে দেয় এবং ২ ও ৩ নম্বর বিবাদী ঘরের দুই কোণে ম্যাচ লাইট জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের লোকজন চিৎকার শুনে ছুটে এলেও সেই সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগে অভিযুক্ত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে—ইলিয়াছ আলী (৫০), ফজল করিম (৪৫), আব্দুল হাই (৫৫), রুস্তম আলী (৪৫) ও দুলাল মিয়া (৩০)। অভিযোগকারী জানান, আগুন লাগানোর পর বিবাদীরা পালানোর সময় হুমকি দিয়ে বলে—“আইনগত পদক্ষেপ নিলে মেরে ফেলব, ঘরবাড়ি বুলডোজার দিয়ে মাটি করে দেব।” এতে ২২ হাত × ৮ হাত আয়তনের টিনসেট ঘরসহ ধান-চাল, কাপড়-চোপড়, ফার্নিচার, পানি পাম্প, সেলাই মেশিনসহ সব মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
পরে মোছাঃ জাহানারা বেগম ছাতক সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। স্থানীয়রা এটিকে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর প্রকাশ্য সন্ত্রাসী হামলা বলে অভিহিত করছেন।
পড়ুন : সুনামগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগান কার্তুজ উদ্ধার, দুইজন গ্রেফতার


