সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ একটি গুরুত্বপূর্ণ অভিযানে ৯১ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই অভিযান স্থানীয়দের মধ্যে মাদক নির্মূল ও নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের প্রতিশ্রুতিকে নতুন মাত্রা দিয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর আনুমানিক বিকেল ৫টা ২০ মিনিটের সময় গোপন সূত্রে খবর আসে যে চিনাকান্দি বাজারের একটি দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পাওয়ার পর র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে একজন পালানোর চেষ্টা করে, যাকে ধৃত করা হয়।
ধৃত ব্যক্তি মোঃ কামাল মিয়া (২০), পিতা মোঃ আঃ লতিফ, উত্তর কাপনা (গুচ্ছগ্রাম), বিশ্বম্ভরপুর থানার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। পরে তার দেখানো ও নিজ হাতে বের করা অনুসারে উদ্ধার করা হয় ৯১ বোতল বিদেশী মদ।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে, জনসাধারণের জন্য নিরাপদ সমাজ গঠনে তৎপরতা অব্যাহত রাখছে।
র্যাবের এই অভিযান প্রমাণ করছে, ন্যায় ও নিরাপত্তার জন্য তাদের প্রতিটি পদক্ষেপ জনসাধারণের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
পড়ুন: প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
আর/


