১৫/০১/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে বাস চলাচল বন্ধ যাত্রী ভোগান্তি-প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক-শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে,ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল,এতে পরিবহন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।আজ (সোমবার, ৪ আগস্ট) সকাল থেকে চলছে এ ধর্মঘট,জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি,এছাড়া এ পরিবহন বন্ধ থাকায় সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তাহিরপুর বিশ্বম্ভরপুর,জামালগঞ্জসহ কয়েকটি উপজেলার সাধারণ মানুষ,স্থানীয়রা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলার যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ১৬ ঘন্টা পর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করলো পরিবহন মালিক শ্রমিকরা,সোমবার ৪ আগস্ট ১৬ ঘন্টা কর্মবিরতির পর জেলা প্রশাসনের আশ্বাসে অবশেষে এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা,স্বাভাবিক হয়েছে যান চলাচল।

এর আগে, বাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিকরা। গত রোববার (৩ আগস্ট) সকালে জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা,পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সকল বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করেন পরিবহন মালিক শ্রমিকরা।
সবশেষ আজ সোমবার, ৪ আগস্ট সুনামগঞ্জ প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পড়ুন: বিপদসীমার নিচে তিস্তার পানি, লালমনিরহাটে পানিবন্দি ৪ হাজার মানুষ

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন