সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের সমর্থনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহাসিক পলাশবাজারে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নারীসহ তৃণমূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নাছিমা আক্তার এবং সঞ্চালনা করেন যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ছিলেন মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মোহাম্মদ শওকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ববিতা আক্তার, হালেমা বেগম, জাকির হোসেন, আ. হালিম, ইজাজুল হক নাছিম ও আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের দমন-নিপীড়ন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে তারা রাজপথে অবিচল রয়েছেন—যার উজ্জ্বল দৃষ্টান্ত শওকত।
তারা স্মরণ করিয়ে দেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে শওকত রাজপথে নেতৃত্ব দেন এবং ৪ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। এর আগে তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতিত হয়েছেন, তবুও কখনো রাজপথ ছেড়ে যাননি।
নারী নেত্রী নাছিমা আক্তার বলেন, “শওকত ভাই শুধু দলের জন্য নয়, আমাদের জন্যও অনুপ্রেরণা। তাঁর মতো সাহসী ও ত্যাগী নেতারাই বিএনপিকে আগামী দিনে রাজপথে নেতৃত্ব দিতে পারবেন।”বক্তারা আশা প্রকাশ করেন, দলের প্রতি শওকতের দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন—“শওকতের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিশ্বম্ভরপুর” এবং “বেগম জিয়া-তারেক রহমানের সৈনিক আমরা”—এই শ্লোগানে পলাশবাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য এবং আবুল মনসুর মোহাম্মদ শওকতের রাজনৈতিক সাফল্য কামনা করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

