25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সুন্দরবনে তীব্রতা কমছে আগুনের, পানি সংকট

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট যোগ দিয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আবু বক্কর জামান জানান, কলমতেজী এলাকার আগুনের তুলনায় তেইশের ছিলার শাপলারবিল এলাকার আগুন আরও তীব্র। এই আগুন নেভাতে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ করছে।

সোমবার সকাল থেকে পানি ছিটানোর কাজ চলছে। এর আগে রোববার রাত নয়টায় মরা ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

শনিবার দুপুরের পর প্রথমে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন দেখতে পায় বনবিভাগ। তখন থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বনবিভাগ ও ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ১টার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগে বেলা সাড়ে ১১টার দিকে কলমতেজি টহল ফাঁড়ি থেকে উত্তর-পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে তেইশের ছিলার শাপলার বিল এলাকা নতুন করে আগুন দেখা দেয়।

তবে এই আগুন কত এলাকায় ছড়িয়েছে তা জানাতে পারেনি বনবিভাগ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু বক্কর বলেন, “নদীতে জোয়ার-ভাটার একটা ব্যাপার রয়েছে। জোয়ার ভাটা মাথায় রেখে আমরা কাজ করতে হচ্ছে। আগুন যাতে বিস্তৃত হতে না পারে, সেজন্য আগুনের স্থানের চারপাশে ফায়ার লাইন কেটে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

“আমরা সেখানেই আগুনের কুণ্ডলি ও ধোঁয়া দেখতে পাচ্ছি সেখানেই পানি ছিটাচ্ছি। আমাদের পাশাপাশি বনবিভাগও তাদের নিজস্ব পাম্প দিয়ে পানি ছিটাচ্ছে। আগুন যাতে বাড়তে না পারে সেজন্য প্রাণপণ চেষ্টা চলছে।”

বন অধিদপ্তরের খুলনা বিভাগের বনসংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, “তেইশের ছিলার শাপলারবিল এলাকার আগুনের তীব্রতা বেশি। বনের আগুন কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখন বলা যাচ্ছে না। তবে নতুন এলাকায় যাতে আগুন না ছড়ায় সেজন্য প্রথমে ফায়ার লাইন কাটার কাজ আগেই করা হয়। আগুন এখন নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।”

এদিকে চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব বের করতে চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করেছে বনবিভাগ।

বনসংরক্ষক (সিএফ) ইমরান বলেন, “কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

এ নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বনবিভাগ।

পড়ুন: সুন্দরবনে আবার আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল

দেখুন: সুন্দরবনে নতুন এলাকায় আবারও ধোঁয়ার কুণ্ডলী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন