20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সুপার এইটে উঠতে বাংলাদেশের আজ ডাচ পরীক্ষা

বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। উইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। মাঠে নামার আগে অধিনায়ক শান্ত জানিয়েছেন জয়ের ব্যাপারে আশাবাদি বাংলাদেশ দল।

টি টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ ছাড়া নেদারল্যান্ডসের সঙ্গে খুব বেশি ম্যাচ খেলে নি বাংলাদেশ। তাই একে অন্যের সম্পর্কে চেনা-জানার পর্বটা ভিডিও ক্লিপেই সারতে হয়। তাই অনেকটা অচেনা দলের বিপক্ষেই খেলতে হবে শান্তদের।

প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও এখন উইন্ডিজের কিংসটাউনে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় পায়নি টাইগার বাহিনী। একটি অনুশীলন সেশনকে সম্বল করেই হতে হবে ডাচদের মুখোমুখি।

মাঠে নামার আগে সুপার এইটেই চোখ টাইগার অধিনায়কের। শক্তি আর সামর্থের দিকেও এগিয়ে লাল সবুজরা।

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিল। টান টান উত্তেজনাও ছিল শেষ বল পর্যন্ত। তবে জেতা হয়নি। এই ম্যাচে সেই আক্ষেপটা পূরণ করতে চায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের সঙ্গে চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।

তবে গত ওয়ানডে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে হারতে হয়েছে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেনা লাল সবুজরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন