এদিকে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, প্রথম দিনেই নতুন উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রদীপ চাকমার অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। তাদের দাবি, সুপ্রদীপ চাকমা যোগ্য ব্যক্তি নয়। দায়িত্বে আনতে হবে অন্য কাউকে।
আজ শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছিল অন্তবর্তীকালীন সরকারের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। যমুনার গেটেই তখন অবস্থান নেন একদল শিক্ষার্থী। সবাই বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্য। হাতে নানা রকম প্ল্যাকার্ড।
বিক্ষোভকারীদের ভাষ্য, নতুন এই উপদেষ্টা পরিষদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যোগ্য কাউকে প্রতিনিধি বানানো হয়নি।
দ্রুত যোগ্য কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োজিত করার দাবিও জানান তারা। এ জন্য চান প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ।
পরে নতুন উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। দেন দাবি পূরণের আশ্বাস।