সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছাদ থেকে পানি পড়ায় কয়েক মিনিট বন্ধ থাকলো বিচারকাজ। আজ থেকে সংস্কারের কথা জানিয়েছেন গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার মো. শামীম। সকালে বিচারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। বিচারকদের আসনে পানি পড়ার ঘটনায় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচারকাজ। ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরানো হয় বিচারকদের আসন। পরে আবার বিচারকাজ শুরু হয়।