নোয়াখালী সুবর্ণচরে এক শিশুর শ্লিতলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় শালিস বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা করা হয় ।
সম্প্রতি অভিযুক্ত হেলাল উদ্দিন শিশুর শ্লিতলতাহানীর সঙ্গে জড়িত নয় দাবি করে, তাকে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বাড়ি থেকে তুলে নিয়ে বেদম পিয়ে আহত ও প্রাণ নাশের হুমকি দেয়। ওই ঘটনায় হেলাল উদ্দিন বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় আব্দুর রহমান খোকনের নাম বলে ৩-৪জন যুবক তাকে বাসা থেকে ডেকে খোকনের দোকানে নিয়ে তাকে বেদম মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে খোকনের ভাই স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান সালিশ করে ৩ লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। ওই সংবাদ সম্মেলনের সংবাদ নাগরিক টিভি’সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পায়।
পরে প্রকাশিত সংবাদে আবদুর রহমান খোকনের বিরুদ্ধে চাঁদাবাজির তথ্য মিথ্যা ও ভুয়া দাবি করে বুধবার সকালে উপজেলার খাসেরহাট বাজারের তালতলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন আবদুর রহমান খোকন।
এসময় সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, মাদ্রাসা শিশু ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ওই ঘটনা কিংবা সালিশ বৈঠক সম্পর্কে অবগত ছিলেন না তিনি। তবে বিষয়টি পরে স্থানীয়ভাবে জানার পর উদ্বেগও প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হেলাল উদ্দিনকে ফাঁসানো হয়েছে দাবি করে সে সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে তিনি চাঁদা বাদি করেছেন মর্মে হেলাল উদ্দিন কোন অভিযোগ না করলেও কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করেন। এতে তার এবং তার দলের সম্মান খুন্ন হয়েছে বলেও দাবি করেন আবদুর রহমান খোকন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
একই সময় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। এতে বক্তারা বলেন, ব্যক্তির দায় দল নেবেনা। ব্যক্তি অপরাধ করলে তার দায় সে নিজেই নিবে। কিন্তু বিএনপির নাম দিয়ে নিরাপরাধ ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশ কোনভাবেই কাম্য নয়।
পড়ুন: বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের সাতজনই একই পরিবারের,রোগী দেখতে যাচ্ছিলেন সিরাজগঞ্জ
দেখুন: পদ্মা সেতুতে আট ঘণ্টায় ৮২ লাখ টাকার টোল আদায়
ইম/


