২০২০ সালের ১৪ জুন, খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ।

হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার।
অভিনেতার বোনসহ তার শুভাকাঙ্ক্ষিদের দাবি হত্যা করা হয়েছিল এ তারকাকে। এবার সিবিআইয়ের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেলো হত্যা নয় বরং আত্মহত্যা করেন অভিনেতা।
‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হলেও বলিউড অভিনেতার মৃত্যুর ক্ষেত্রে সন্দেহজনক কিছু মেলেনি। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ক্লোজার রিপোর্ট’ দাখিল করায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা কার্যত ক্লিনচিট পেয়ে গেলেন। তাঁদের কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তোলা করা হয়েছিল। বলিউড অভিনেতার থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছিল। তবে সিবিআই যে রিপোর্ট দাখিল করল, তাতে সেইসব অভিযোগ থেকে রিয়ারা মুক্ত হয়ে গেলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
পড়ুন: মৃত্যুর আগ পর্যন্ত আ.লীগের রাজনীতি করবো না, আদালতকে কামাল মজুমদার
দেখুন: ক্রায়োনিক্স ল্যাবে মৃত মানুষ হবে জীবিত |
ইম/