দেশের পুঁজিবাজার সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিনিয়োগকারীর আস্থা বাড়াতে, তদারকি ও সুশাসন নিশ্চিতে কারিগরি সহায়তা দেবে সংস্থাটি। দুপুরে এ নিয়ে দুই পক্ষ বৈঠক করেছে। এ দিকে, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করতে এসে তোপের মুখে পড়েন বিএসইসির চেয়ারম্যান।
বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের ব্রিফিং করতে আসেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রাজনৈতিক পটপরির্তনের পর যাকে-পুজিবাজারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শীর্ষ নির্বাহী পদে নিয়োগ দেয়- ইউনূস সরকার।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নানা কর্মকান্ডের কারণে তোপের মুখে পড়তে হয়, বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান-আইএফসিতে পরামর্শক হিসেবে কাজ করা রাশেদ মাকসুদকে। কমিশনার তারিকুজ্জামানের পদত্যাগসহ নানা ইস্যুতে ছিলো প্রশ্ন।
প্রশ্নের মুখে পড়ে, সংবাদ সম্মেলন অবশ্য সংক্ষিপ্ত করেন তিনি। আর কমিশনারের পদত্যাগ সরকারের নীতিগত সায় আর কমিশনের নিজস্ব নীতির আওতায় বলে জানান নতুন চেয়ারম্যান।
এর আগে অবশ্য জানান বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু। বলেন, তদারকি জোড়ালো করতে কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাটি, যা সুশাসন ফেরাবে পুজিবাজারে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর, দেশের আর্থিক খাত সংস্কারে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। অর্থায়নসহ কারিগরি সহায়তা দিতে সম্মত তারা।