27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সূচক বৃদ্ধির অন্তরালে ব্যাপক পতন: আস্থা সংকটে শেয়ারবাজার

বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দায়িত্ব গ্রহণ করার পর তদন্ত নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যার ফলে চরম আস্থা সংকটে ভুগছে দেশের শেয়ারবাজার।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সূচক বৃদ্ধির আড়ালে ব্যাপক দরপতন হয়েছে। লেনদেন হওয়া ৩৯৬টি শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৩টির। অর্থাৎ দিনশেষে সূচক বৃদ্ধি পেলেও দর বেড়েছে মাত্র ২৮.৫৪ শতাংশ।

জানা যায়, আজ ১৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ১৩৪টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩০.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৬৮১.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৩৮.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৬৮.৬১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৬টির, কমে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৮৬১টি শেয়ার ১ লাখ ৯৬ হাজার ৮৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৪ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকা।

সে হিসেবে লেনদেন কমেছে ৮১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১১৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৩২৫ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন