১৪/০১/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সেনাবাহিনীর হাতে আটক ৪ ভুয়া মেজর

পটুয়াখালীতে মেজর পরিচয় দেওয়া চার প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমি সেনা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ সালাহ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন,  খান রেজাউল করিম, মোঃ জসিম হাওলাদার। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ী পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আর জসিম উদ্দিনের বাড়ী বাকেরগঞ্জ থানায়।

পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ জানান, সাদা রংয়ের একটি প্রাইভেট কারে শুক্রবার রাতে ক্যাম্পের সামনে এসে সালাহ উদ্দিন নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে দেখা করতে চায়। এসময় তার কথাবার্তায় অসংলগ্ন দেখা দিলে গাড়ীসহ তাদেরকে কৌশলে ক্যাম্পের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে কর্নেল মোহসীন স্যারকে বিষয়টি অবহিত করি। পরে কর্নেল মোহসীন স্যারের সামনে নিলে সালাহউদ্দিন নিজেকে ১৯নং ফোর্স এর অবসরপ্রাপ্ত মেজর অফিসর পরিচয় দেয়। এক পর্যায়ে খোজ খবর নিয়ে নিশ্চিত হয় যে, তিনি আসলে ভুয়া পরিচয় দিয়েছে। পরে তাকে ব্যপক জিঙ্গাসা করলে নিজেকে ভুয়া মেজর স্বীকার  করেন। তারসাথে যারা ছিল তারাও এক পর্যায়ে নিজেদেরকে ভুয়া সোনাবাহিনীর সদস্য বলে স্বীকার করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ওই প্রাইভেট কার নিয়ে তারা চারজন পটুয়াখালীতে অবস্থান করছিলেন। তবে কোথায় কোথায় গেছেন বা কি করেছেন আর কি কারণে ভুয়া মেজর পরিচয় দিছে সেটির ব্যপারে ব্যপক জিঙ্গাসাবাদ শেষে রাতেই তাদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছেন বলে পটুয়াখালী জেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান।

এ ব্যাপারে প্রতারনা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মোঃ জসিম জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন