29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে অনেক নিয়ম, চিন্তিত ব্যবসায়ীরা

রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নভেম্বর থেকে পর্যটকদের সেন্টমার্টিনে ভ্রমণ শুরু হওয়ার কথা থাকলেও এখনো জাহাজ চলাচলের অনুমতি না থাকায় যেতে পারছেনা ভ্রমণপিপাসুরা। সরকারের এমন সিদ্ধান্তে থমকে আছে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা।

দেশের সর্বদক্ষিণে একমাত্র প্রবালদ্বীপ এই সেন্টমার্টিন। প্রায় ২শ বছরের বেশি সময় ধরে এখানে মানুষের বসবাস। এই দ্বীপের অধিকাংশ মানুষের আয়ের উৎস পর্যটন ব্যবসায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ৪ মাসের আয় দিয়ে বাকী ৮ মাস জীবন নির্বাহ করে এই দ্বীপের মানুষ।

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে অনেক নিয়ম

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে কেউ বেড়াতে যেতে পারছেন না। দ্বীপটির বাসিন্দারা জানাচ্ছেন তাদের আত্মীয় স্বজনরাও বেড়াতে যেতে পারছেন না। এতে করে পর্যটনের সাথে জড়িতদের হতে হচ্ছে ক্ষতির সম্মুখীন।

বর্তমান সময়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প নৌযানে ভ্রমনেরও অনুমতি দিচ্ছে না স্থানীয় প্রশাসন।

সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিন ভ্রমণ আবারও আগের মতো সহজ করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

টিএ/

পড়ুন: সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ, খাদ্য সংকটের শঙ্কা

দেখুন: বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর পদক্ষেপ নেয়ার নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন