১৪/০১/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে চার দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, বিশেষত সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রদানে দক্ষ জনবল গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে কোনো পর্যটক দুর্ঘটনাক্রমে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার ও সঠিক প্রাথমিক চিকিৎসা দিলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সুরক্ষিত সমুদ্র সৈকত গড়তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে ১০৭ জনকে চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে বীচকর্মী, লাইফগার্ড, জেটস্কি ও বীচবাইক চালক, টিউব মালিকসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে।

জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি।

জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির উদ্দিন।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন : নাহিদ ইসলাম

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন