27 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সৈকত এবার দায়িত্ব পেলেন বোর্ডার-গাভাস্কার সিরিজে

বোর্ডার-গাভাস্কার ট্রফি জমে উঠেছে রীতিমতো। দুই ম্যাচ বাকি, এই সময়ে এসে সিরিজটা ১-১ সমতায়। এছাড়া মাঠের বাইরেও দুই দলের লড়াইটা জমে উঠেছে।

ঠিক এমন সময় এই লড়াইয়ে যোগ হচ্ছে বাংলাদেশের নামও। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুটি টেস্ট ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

দুই ম্যাচে তার ভূমিকা অবশ্য এক হবে না। মেলবোর্নে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে সৈকত টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। পঞ্চম ও শেষ টেস্টে তিনি মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, যা আগামী ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে।

সৈকত, যিনি একসময় বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন