১৪/০১/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনামসজিদ বন্দরে চাঁদাবাজি থাকবে না: ভোক্তার ডিজি

সোনামসজিদ স্থলবন্দরে কোন ধরনের চাঁদাবাজি থাকবে না, বলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

বিজ্ঞাপন

রবিবার (৩রা নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা, পরিবহন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বলেন, বন্দর সম্পর্কিত কিছু ভোগ্যপণ্যের যে আমদানি সমস্যা; এর সাথে ভোক্তাদের ভোগান্তি, মূল্যবৃদ্ধিতে সমস্যা… এসব বিষয় সরেজমিনে জানতে গতকাল শনিবার সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি, কিছু পণ্য আমদানির পরে নষ্ট হয়। আজকে বন্দর ও বিপণন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে কিছু সমস্যার কথা জানতে পেরেছি। 

তিনি বলেন, এর মধ্যে কিছু সমস্যা সরকারকে অবহিত করা দরকার, তা জেনেছি। পাশাপাশি কিছু সমস্যা স্থানীয়ভাবে সমাধান করতে বলা হয়েছে। বর্তমানে ভোগ্যপণ্যের বাজারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে… মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, মজুতদারি ও অতিমুনাফার যে বিষয়গুলো তা চিহ্নিত করা হচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হলো ভোগ্যপণ্যে যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে। এ বিষয়ে আমাদের অবস্থান থাকবে কঠোর। 

টিএ/

আরও পড়ুন: পাগলা মসজিদে মিলেছে রেকর্ড ২৮ বস্তা টাকা, চলছে গণনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন