26.8 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

সোনারগাঁয়ে শত বছরের শতাব্দীপ্রাচীন বটগাছ কে কেন্দ্র করে শুরু হলো বউ মেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে আজ মঙ্গবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বউ মেলা।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯০ বছর ধরে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শতাব্দীপ্রাচীন বটগাছের নিচে হিন্দু ধর্মাবলম্বী বউঝিরা জড়ো হয়। গৃহবধূরা এ মেলায় অংশ নেয় বলে মেলাকে বউ মেলা নাম দেওয়া হয়েছে।

সকালে বউ মেলায় গিয়ে দেখা যায়, স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বী নারীরা ঝুড়িতে বিভিন্ন রকমের দেশীয় মৌসুমি ফল, কবুতর ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা (ছাগল) নিয়ে শতাব্দী প্রাচীন এ বটগাছের নিচে জড়ো হয়ে পূজা-অর্চনা করছ।

সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার আয়োজক নিলোৎপল রায় নাগরিকে বলেন, প্রায় শত বছরের অধিক সময়ধরে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা করা হয়।

অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সার্বজনীন ভাবে এ মেলার আয়োজন করেন। এ পুজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

পড়ুন: সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদীর পাড়ের ঝোপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

দেখুন: সোনারগাঁয়ে বর্ষবরণে মানুষের ঢল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন