নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ সরকারি কলেজে প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কলেজটির মুক্তমঞ্চে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ অঞ্চল ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবের সঞ্চালনা, শুরুতে স্বাগত বক্তব্য দেন সোনারগাঁ অঞ্চল শিবিরের সভাপতি আব্দুল আজিজ।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন না করলে জ্ঞান অর্জনের মূল্য হারিয়ে যায়। শিক্ষাজীবনের সফলতার জন্য শিক্ষকদের মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল জাব্বার শিক্ষার্থীদের সততা, বিনয় ও সময় ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
“আগামী দু’টি বছর শিক্ষার্থীদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোন যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা ফোনকে নিয়ন্ত্রণ করব—তবেই ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে।”
রাজনীতি প্রসঙ্গে তাড়া শিক্ষার্থী সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন। “যে ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ, সে ধরনের রাজনীতিকে উৎসাহ দেওয়া যায় না।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“মানুষ এখন পরিবর্তন চায়। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত একটি দেশ দেখতে চায়। যারা দুর্নীতি ও দুঃশাসন দূর করতে সক্ষম হবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব পাবে।”
এসময় বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা ছাত্রীসংস্থার সভাপতি আছিয়া আক্তার, সোনারগাঁ সরকারি কলেজ শিবিরের সভাপতি মো. হৃদয়, প্রফেসর ড. আজগর আলী এবং ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল। এছাড়া বক্তব্য দেন শিবিরের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। নৈতিক ও মেধাগত উন্নয়নে সংগঠন কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সব ধর্মের মানুষ যদি আন্তরিকভাবে নিজ নিজ ধর্ম পালন করে, তাহলে আগামীর বাংলাদেশ হবে সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ।”
আয়োজনে কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


