সবজির বাজারে স্বস্তির কোনো লক্ষণই নেই। কোন সবজিই মিলছে না ৫০ থেকে ৬০ টাকার কমে। খরার পর শিলা বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি। তাই দাম বেশি বলে জানালেন বিক্রেতারা। মাছ-মাংসের বাজারেও যে স্বস্তি আছে, তা নয়। সোনালি মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪শ টাকায়।
কিছু দিন আগেও বেগুন বিক্রি করা হতো ৫০ থেকে ৬০ টাকায়, এখন সে বেগুন ১০০টাকার বেশি। একই দামের পেঁপেও এখন ১শ ছুইছুই। বাজারে কোন সবজিই মেলে না ৫০ টাকার কমে। বিক্রেতার বলছেন, শিলা বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি। কিছুদিন পর দাম স্বাভাবিক হবে বলে মনে করেন তারা।
প্রোটিনের চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। এক সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৪শ টাকায়, ব্রয়লারের কেজি ২২০ থেকে ২৩০ টাকা। দেশি মুরগী কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭শ টাকায়।
সবজি, মুরগির মতো মাছের বাজারেরও একই অবস্থা। কোন মাছেই মেলে না ২০০ টাকার কমে। ক্রেতারা বলছেন, বাজারের এমন পরিস্থিতি দেখার কেউ নেই। কাজে আসে না মনিটরিংও।