১৪/০১/২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনাহাট স্থলবন্দর ৬ দিন বন্ধ

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর ৬ দিনের বন্ধ ঘোষনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে এক চিঠির মাধ্যমে এ বন্ধের ঘোষণা করা হয়। এসময় সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বুধবার ৯ ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর সোমবার মোট ৬ দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী ১৫ ই অক্টোবর  মঙ্গলবার  সকাল থেকে সোনাহাট স্থল বন্দরের আমদানি রপ্তানি কাজ  শুরু হবে বলে জানা গেছে। 

স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ  আব্দুর রাজ্জাক বলেন, সোনাহাট স্থল বন্দর টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময় পণ্য খালাসসহ সকল প্রকার কাজ বন্ধ থাকবে। আগামী ১৫ ই অক্টোবর থেকে বন্দরটির চালু হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন