হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। সকালে প্রথম ফিরতি ফ্লাইটে আসেন ৪১৭ জন। ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাদের। বিমানবন্দরেই দেয়া হয় জমজমের পানি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। জমজমের পানি সরবরাহ করা হয় বিমানের কাউন্টার থেকে। ঢাকায় ফিরে সন্তুষ্টি প্রকাশ করেন হাজিরা।
সংশ্লিষ্টরা জানান, এবার হজযাত্রীদের যাতায়াতে সব ব্যবস্থা নেয়া হয়। তাই, কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
আগামী ২০ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরবে যান ৮৫ হাজার ২২৫ হজযাত্রী।