১৫/০১/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্টেশন ঘুরে ছিনতাই করতো তারা, অবশেষে নরসিংদীতে আটক

নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টা কালে দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) ভোরবেলা নরসিংদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (ইনচার্জ) জহিরুল ইসলাম। তিনি বলেন, আটককৃত ছিনতাইকারীরা হলেন, নরসিংদী সদর উপজেলার বানিছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (ইনচার্জ) জহিরুল ইসলাম আরও জানান, আটককৃত দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির প্ল্যাটফর্মে ডিউটিরত পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এই ছিনতাইকারী চক্র প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ঘোরাফেরা করে ছিনতাই করে আসছিল। ট্রেন ও স্টেশনে যাতে তারা কোনো অপকর্ম না করতে পারে, সেজন্য চক্রের বাকি সদস্যদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।

পড়ুন: পটুয়াখালীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে লক্ষ্যে কিন্ডার গার্টেন স্কুলর কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দেখুন: শুরু হতে পারে তৃতীয় বি/শ্ব/যু/দ্ধ! কিমের ভয়ংকর সিদ্ধান্তে কাঁপছে যু/ক্ত/রা/ষ্ট্র?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন