23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, জানালেন ধন্যবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে নির্বাচনে বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। ভাষণে এই নির্বাচনী জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় মঞ্চে পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। ডায়েসে মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করেন এবং ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেলানিয়া ট্রাম্পের লেখা বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই রয়েছে তার। ট্রাম্পের ভাষণের সময় পাম বিচের জড়ো হওয়া জনতা ‘আমেরিকা’, ‘আমেরিকা’ স্লোগান দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মেলানিয়া দুর্দান্ত কাজ করেছেন। মানুষকে সাহায্য করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেন তিনি।’

ভাষণ দেয়ার সময় নিজের সন্তানদেরও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক সন্তানের নাম উল্লেখ করে তিনি বলেন তারা আমার চমৎকার সন্তান।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব। আমি একটি মাত্র কারণে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছি। আমার জীবন একটি কারণে রক্ষা পেয়েছে, সেটি হলো দেশকে রক্ষা করা।’

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন