17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

আবেদন শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই তথ্যটি নিশ্চিত করেছে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

মতিউর রহমান বলেন, ‘বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন অস্থায়ীভাবে পেছানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু  এবং ৩১ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অনুমোদনক্রমে শীগগিরই জানিয়ে দেওয়া হবে।’

এনএ/

আরও পড়ুন: জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

দেখুন: রেস্টুরেন্ট ওয়েটারের মেয়ে ডাবল বিসিএস, এমন বাবাকে স্যালুট করাই যায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন