25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজয় দিবস কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই। জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভায় এ কথা জনান তিনি।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

সভা শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, ১৬ ডিসেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি বলেন, বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে বলেও জানান তিনি।

বিজয় দিবসে সব স্থানে একই রঙের পতাকা উত্তোলন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, একেক জায়গায় একেক রঙের পতাকা টানানো হয়। এইটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে।  গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

টিএ/

পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা: পুলিশকে জনগণের কাছে প্রমাণ করতে হবে

দেখুন: স্বৈরাচারের বিচারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন