১৬/০১/২০২৬, ০:১৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০১/২০২৬, ০:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বর্ণ চোরাচালান ও হত্যা মামলার আসামি রিপনুল হাসান গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় মিষ্টি বিতরণ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে অবৈধ অর্থের যোগান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি স্বর্ণ চোরাকারবারি রিপনুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় ঢাকার তাঁতীবাজারে তার গহনার কারখানা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা রিপনুলের বিরুদ্ধে পল্টন থানায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দায়ের করা চারটি মামলায় হত্যা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সংঘবদ্ধ সহিংসতার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, রিপনুল হাসান স্বর্ণ চোরাচালানের মাধ্যমে কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় তার গহনা কারখানা ও জুয়েলারি শোরুম রয়েছে। তিনি মোবাইল ব্যাংকিং নগদ ও মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনির চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার ডিস্ট্রিবিউটরও। প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রচার করে নিজেকে ক্ষমতাধর হিসেবে তুলে ধরতেন।

তার গ্রেপ্তারের খবরে বুধবার রাতেই চুয়াডাঙ্গায় শহরের শহীদ হাসান চত্বরে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন। তাদের অভিযোগ, রিপন মাদক, জুয়া ও অস্ত্র কারবারেও জড়িত ছিলেন। অনেক তরুণ তার কারণে বিপথে গেছে।

এদিকে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে রিপনের গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে চুয়াডাঙ্গার স্থানীয়রা জানিয়েছে, এখানে তার পক্ষে কোনো দোকান বন্ধ থাকবে না।

পড়ুন: ঝিনাইগাতীতে গ্রাম আদালত সক্রিয় করতে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

দেখুন: চুপ্পু হলেন এস আলমের একজন কর্মচারী: অলি আহমেদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন