১৪/০১/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে গেলেন সন্তু লারমা

স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমবারের মতো আখাউড়া সীমান্তপথে ভারতে গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন।

এর আগে সন্তু লারমা সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন। পরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে কার্যাদি শেষ করে দুপুর ২টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছায়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পৌঁছলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা’র সঙ্গে কথা হয় যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিবেদক এবং আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশুর।
এসময় তিনি এ প্রতিবেদককে জানান, প্রথমবারের মতো এপথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে তিনি স্বাস্থ্য পরিক্ষা করা ছাড়াও মাতৃ – পিতৃ তর্পন ও ধর্মীয় আচারাধি সম্পাদন অনুষ্ঠানে যোগদান করারও কথা রয়েছে তার।

সন্তু লারমাকে -‘পাহাড়ে নিরাপত্তাসহপার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হলে এসময় তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সন্তু লারমা বলেছেন, একবার আসুন রাঙামাটি ঘুরে দেখে যান- তবেই বুঝবেন। এর বেশি কোন কথা বলতে আগ্রহ দেখাননি সন্তু লারমা।

এ পথেই তিনি দেশে ফিরে আসবেন বলে তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা নিশ্চিত করেছেন। তবে কখন আসবেন তা জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় উঠানে ধান শুকানোকে নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন