প্রশাসন ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারেরর দোসরদের অপসারণে অন্তর্বতীকালীন সরকারকে উদ্যেগী হবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। প্রেসক্লাবে এক আলোচনা সভায় সরকারের প্রতি তারা এ আহ্বান জানান। আর এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের আকাঙ্খাকে বিভক্ত হতে দেয়া যাবেনা তাহলে ফ্যাসিবাদ সুযোগ পাবে।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা প্রেক্ষিত টেক্সটাইল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশের সংস্কার রাজনীতিবিদরাই করেছেন এখন যারা কথা বলছেন তারা করেননি। কাজেই রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা হবে দেশের সংস্কারকে অস্বীকার করা।
জুলাই আগস্টে হত্যাকারীদের অব্যাহতি দেয়ার চেষ্টা করেছিল পুলিশ কর্মকর্তা বলে যে খবর বেরিয়েছে এ ব্যাপারেও সর্তক থাকতে হবে।
তিনি বলেন জাতি যদি ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করতে ব্যর্থ হতো তাহলে আমরা সবাই ব্যর্থ হতাম। কাজেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

জাতীয় প্রেসক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান বলেন, সরকার সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোন সংস্কার দেখা যাচ্ছেনা।
তিনি বর্তমান সরকারকে দুর্বল সরকার আখ্যায়িত করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তুরের আহ্বান জানান। আওয়ামীলীগ আগামী ৬৫ বছরেও আর দেশে ফরতে পারবেনা বলেও জানান বিএনপি এ নেতা।
এনএ/