34.8 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

স্মার্টফোন কেঁড়ে নেয়ায় উখিয়ায় কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ৷ সে একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ আজিজ (১৪)।

স্থানীয়রা জানান, আসরের নামাজ পরে গাছের বাগানে দেখা যাচ্ছিলো এক কিশোরের লাশ৷ পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন৷ এরআগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল৷ পড়ালেখায় মনযোগী হওয়ার জন্য মূলত তার মা স্মার্টফোন নিয়ে ফেললে রাগ করে আত্মহত্যা করেছে৷ সে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ৷

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজাহান জানান, সে এই এলাকার মেধাবী শিক্ষার্থী, হঠাৎ শুনেছি আত্মহত্যা করেছে৷ শুনেছি পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য সকালে স্মার্টফোন নিয়ে ফেলে পরিবার৷ তাই অভিমান করে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷ তদন্ত করলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে ৷

ঘটনাস্থল থেকে সংবাকর্মী আশেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পরিবারের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া করে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে৷ এটি কি হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত নয়৷ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি ৷

পড়ুন : উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন