কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নিন্দা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে আর কে জানে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটাবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।
তিনি বলেন সন্ত্রাসীরা কোটাবিরোধী আন্দোলনে ঢুকে পড়েছে। এদের সাথে আন্দোলনকারীদের কোন সম্পর্ক নেই।