১৫/০১/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হত্যার হুমকির প্রতিবাদে থানায় ঘেরাও ও বিক্ষোভ; হাতিয়ায় এনসিপি প্রার্থীর পক্ষে উত্তাল জনতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাতিয়ায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে আব্দুল হান্নান মাসউদকে উদ্দেশ্য করে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা হয়, “হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম।” একই সঙ্গে সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ (পিচ্চি আজাদ)কে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়। পোস্টে আরও দাবি করা হয়, হালিম আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নান মাসউদকে ছাড় দেবেন না। এমনকি নিজেকে ‘ক্রসফায়ার থেকে ফিরে আসা লোক’ উল্লেখ করে ভয় না পাওয়ার হুমকিও দেওয়া হয়।


এদিকে একই সময়ে সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীকে মেসেঞ্জারে উসকানিমূলক বার্তা পাঠান বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ, তানভীরসহ এনসিপির নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও বলা হয়, “ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে আমাদের নেতা-কর্মীরা।”


স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি আলোচনা সভায় আব্দুল হালিম আজাদ সরকার গঠনে সম্ভাবনাময় একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে রাজনৈতিক ও মানসিক টানাপোড়েন শুরু হয়। একই সময়ে হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন ছড়িয়ে পড়লে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এর দায় হান্নান মাসউদের ওপর চাপিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের।


এই ঘটনায় হাতিয়ার সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক ভোটার বলেন, “নির্বাচনের আগে কোনো প্রার্থীকে এভাবে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য ভয়াবহ হুমকি।”


হুমকির প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাতিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গ্রাম থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও ও বিক্ষোভ করেন তারা।


পরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ হত্যার হুমকির তীব্র নিন্দা জানান। বক্তারা অভিযোগ করেন, হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া আসামিদের গ্রেপ্তার ঠেকাতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাহবুবুর রহমান শামীম থানায় গিয়ে ওসির ওপর চাপ প্রয়োগ করেছেন।


সমাবেশে বক্তারা আরও বলেন, “হান্নান মাসউদ যেখানে শেখ হাসিনাকেও ভয় পান না, সেখানে এসব হুমকি-ধমকি কোনো গুরুত্ব বহন করে না। তিনি জুলাই আন্দোলনের প্রথম সারির পাঁচ নেতার একজন।” বক্তব্য শেষে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুন- চেকপোস্টে দুইজন নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন