25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হল পায়নি ময়মনসিংহ গীতিকা অবলম্বনের ‘কাজলরেখা’

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ১১টি। মুক্তির তালিকায় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। লোকসংস্কৃতির ঐতিহ্যের হিরণ্ময় স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই গীতিকার সঙ্গে জড়িয়ে আছে ময়মনসিংহ অঞ্চলের ইতিহাস–ঐতিহ্য।

সিনেমাটির দৃশ্যধারণের জন্যও নির্মাতা বেছে নিয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুর। ঈদে মুক্তির জন্য সিনেমাটি শুধু ময়মনসিংহ শহরে নয়, পায়নি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোনো সিনেমা হল। এই অঞ্চলে ১০টির মতো সিনেমা হল এখনো টিকে আছে। ময়মনসিংহ শহরে রয়েছে ২টি সিনেমা হল।

নির্মাতা আক্ষেপের সুরে জানিয়েছেন, ‘আসলে এখানে চাপিয়ে দেওয়ার কিছুই নেই, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কেউ তেমন আগ্রহ দেখায়নি। অবশ্যই এই অঞ্চলে মুক্তি দিতে পারলে আমাদের ভালো লাগত। কিন্তু যেহেতু ঈদ, সবাই তো ব্যবসাটা করতে চায়, তাই হয়তো হলমালিকদের পরিকল্পনায় আমরা থাকিনি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন