25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হাউজফুল, সিনেমার টিকেট পাচ্ছে না দর্শক

ঈদ উৎসব ঘিরে ফের চাঙ্গা হয়ে উঠেছে ঢালিউড। এই ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমা তুফান। নিয়মিত ভালো সিনেমা নির্মিত হলে আবারো জমজমাট হবে হলগুলো- এমন মন্তব্য বেশিরভাগ দর্শকের।

টিকিট কাটতে এসে পাচ্ছেন না দর্শকরা। অপেক্ষা তাই পরের শো এর। অপেক্ষার সময়টাতে এভাবেই সেলফি ‍তুলে কিংবা আড্ডায় ব্যস্ত সবাই।

গত দুদিন ধরে রাজধানীর হলগুলোতে দেখা যাচ্ছে এমন চিত্র। সারাবছর দর্শক খরায় থাকা সিনেমা হলগুলো প্রাণ ফিরে পেয়েছে আবার।

ঈদের ছুটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে সিনেমা হলে এসেছেন অনেকেই।

এই ঈদে মুক্তি পাওয়া তার তুফান ছবি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। শাকিব বন্দনায় মেতে আছেন তারা। বলছেন, এমন শাকিব তো দূরে, এমন বাংলা সিনেমাও আগে দেখেননি!

এবার ঈদে মুক্তি পাওয়া আটটি সিনেমা হলো- তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন