বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় হাতিয়ায় খতমে কোরআন, কোরআন শরীফ হাদিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া আসনের এমপি প্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব এর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রায় ১০০০ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শুরুর আগে বিএনপি নেতারা বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদান তুলে ধরেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ,হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিম,সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,উপজেলা,ছাত্রদলেরসাবেক আহ্বায়ক আরিফিন আলী,সাবেক যুগ্ম আহ্বায়ক মিজা আরিফ,সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
৫০টি কোরআন শরীফ হাদিয়া বিতরণ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এলাকার দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয়।মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায়: ২০টি ,হাতিয়া দারুল আইতাম এতিমখানায়: ৩০টি
বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে এমরাতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান বিশেষ দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও যে দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
পড়ুন- “গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা”-র উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা


