১৫/০১/২০২৬, ২৩:৫৪ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২৩:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাতিয়া পেল নদীবন্দরের স্বীকৃতি, ডিসেম্বরেই ফেরি চালুর আশ্বাস

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বীপ উপজেলা হাতিয়াকে উপকূলীয় নদীবন্দর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই ফেরি চলাচল চালুর আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে হাতিয়ার নলচিরা নৌঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
নৌ উপদেষ্টা বলেন
সরকার এ বছর হাতিয়াকে উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা করেছে এবং এর গেজেট প্রকাশিত হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে হাতিয়াকে নদীবন্দর হিসেবে উদ্বোধন করছি।
তিনি আরও বলেন,
হাতিয়ার মানুষ যুগ যুগ ধরে ট্রলার, সিট্রাক ও স্পিডবোটে চলাচল করছে। ফেরি ও নদীবন্দর ছিল তাদের দীর্ঘদিনের দাবি। ডিসেম্বরের মধ্যেই ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে এবং পরীক্ষামূলকভাবে নদীবন্দর কার্যক্রম শুরু করা হবে।
এ সময় স্থানীয়দের কাছ থেকে ইজারাদারদের জুলুম, হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে নৌ উপদেষ্টা বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে ইজারা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন,
এতো সরকার এসেছে, গেছে, কিন্তু হাতিয়াকে নদীবন্দর ঘোষণা করতে পারেনি। বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন