হাতিয়া প্রতিনিধি হাতিয়ায় বুড়ির চর ইউনিয়নে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা, ঘর-বাড়ি ভাংচুর, স্বর্ণালঙ্কার ছিনতাই এবং নারীদেরকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেমোহাম্মদ আব্দুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েকদিন আগে যায়গা জমি বিরোধের জের ধরে ওহিদ মেম্বার ও সাঈদ এর নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতরা হলেন, মো.জাহের উদ্দিন, বাহার উদ্দিন, নুর জাহান বেগম, আয়েশা বেগম, জান্নাতুল ফেরদৌস ও আব্দুর রহমানকে আহত করে।
পরে স্থানীয়রা আমাদের পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছে। এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করছে না বরং হামলাকারীরা এখনো আমাদেরকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। আমরা আপনাদের মাধ্যমে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলায় তালিকাভুক্ত আসামীদের গ্রেফতার ও আমাদের পরিবারের নিরাপত্তা দাবী করছি।
সম্মেলনে সবথেকে গুরুতর অভিযোগটি আসে নারী নির্যাতন ও ধর্ষণের উদ্দেশ্যে হামলার বিষয়ে। ভুক্তভোগী নারীরা তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন


