ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ছাত্রশক্তির আহ্বায়ক সোয়েদ আহমদ উল্লা শাকিল, আহত জুলাই যোদ্ধা রাশেদুল ইসলামসহ অন্যরা।
এসময় বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেখুন-বুদ্ধিজীবী দিবস-বিজয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী |


