ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের শহীদ মিনার চত্বর থেকে সর্বদলীয় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, শহর ছাত্র শিবিরের সভাপতি শাহিন হোসেনসহ ছাত্রনেতারা।
প্রতিবাদ সমাবেশে, হাদি হত্যার দ্রুত বিচার ও ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন


